লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন এই রাজ্য তথা জেলার বহু পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্য থেকে ওই সব শ্রমিকদের ধাপে ধপে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে সরকার। মঙ্গলবার রাজস্থানের আজমেঢ় থেকে এ রকম প্রায় ১১৮ জন পরিযায়ী শ্রমিক জেলায় ফিরেছেন। আরও প্রায় ১০ হাজার শ্রমিক পর্যায়ক্রমে দক্ষিণ ২৪ পরগনায় ফিরবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেরলে প্রায় আড়াই হাজার শ্রমিক, মহারাষ্ট্রে দু’হাজার,অ ন্ধ্রপ্রদেশ, বিহার, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্য মিলিয়ে এই জেলার প্রায় ১০ হাজার শ্রমিক লকডাউনের কারণে আটকে রয়েছেন। বিশেষ ট্রেনে করে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের। আসানসোল, ডানকুনি, সাঁতরাগাছি, হাওড়া, শিয়ালদহ স্টেশনে তাঁরা নামবেন। ওই সব শ্রমিকেরা স্টেশনে নামার সঙ্গে সঙ্গে সেখানে একপ্রস্থ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ জন্য ম্যাজিস্ট্রেট পর্যায়ের একজন আধিকারিকের নেতৃত্বে বিশেষ মেডিক্যাল টিম তৈরি রাখা হয়েছে। তারপর সেখান থেকে বাসে করে তাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হবে। প্রতিটি বাসের দায়িত্বে থাকবেন সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা। মহকুমাশাসক ও প্রত্যেক বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে, ফেরত আসা শ্রমিকদের নির্দিষ্ট হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ থাকলে সঙ্গে সঙ্গে কোয়রান্টিন সেন্টারে পাঠিয়ে দিতে হবে। যাঁদের শরীরে উপসর্গ নেই, তাঁদের বাড়ি পাঠিয়ে দিতে হবে। তবে ১৪ দিন বাড়িতেই নিভৃতবাসে থাকতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘‘শ্রমিকেরা ফিরে আসার পরে যাতে কোনও ভাবেই করোনার প্রভাব ছড়িয়ে না পড়ে, সে জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি।’’