কলেজ চত্বরের ভিতরেই ছাদনাতলা। ইউনিয়ন রুমের ঠিক বাইরেই মালাবদল করছেন এক যুগল। কসবাকাণ্ডের পর ইউনিয়ম রুম নিয়ে বিতর্কের আবহে প্রকাশ্যে এল সুন্দরবন কলেজের ওই ছবি।
যদিও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছেন। কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘দক্ষিণ দিকের পাঁচিল কিছুটা নিচু, সেই দিক দিয়ে অনেক সময় বহিরাগতরা প্রবেশ করে। শুনেছি বিয়েটা বাইরে হয়েছে। পরে বর-বউ কলেজে এসেছিলেন পরিচিতদের সঙ্গে দেখা করতে। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’’
কলেজে মালাবদলের ছবি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে সরব হয়েছে এসএফআই, এবিভিপি। এবিভিপির এক ছাত্রনেতা বলেন, “এটা শিক্ষা প্রতিষ্ঠানের অপমান। কলেজের ছাত্র সংসদের মতো পবিত্র জায়গায় বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়।”