যশোর রোড চওড়া না হওয়ার জন্য তৃণমূল ও বিজেপির কাঠগড়ায় তুললেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। রবিবার বিকেলে বনগাঁ শহরের মতিগঞ্জে সভা করতে এসেছিলেন তিনি। বিজেপি-তৃণমূলের সদিচ্ছা না থাকার ফলেই রাস্তা চওড়া করার কাজ হচ্ছে না বলে অভিযোগ তাঁর। দু’দলকে ইঙ্গিত করে মীনাক্ষী বলেন, ‘‘যশোর রোড চওড়া হলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ত। কাফ সিরাপ গরু পাচার, চোরাচালান বন্ধ হয়ে যেত। তাই চওড়া করতে দেওয়া যাবে না।’’ মতুয়া ভোট উত্তর ২৪ পরগনায় বরাবরই গুরুত্ব পেয়ে এসেছে। মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপির চাপানউতোর চলতেই থাকে। এ দিন মীনাক্ষী বলেন, ‘‘আপনার আধার কার্ড, জন্মের শংসাপত্র, স্কুলে ভর্তির শংসাপত্র আছে। আপনারা গ্যাসের সংযোগ নেন। প্যান কার্ড আছে। তা হলে কেন এনআরসি?’’ তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস পরে বলেন, ‘‘৩৪ বছরের শাসনে সিপিএম রাজ্যের দূরবস্থা তৈরি করেছিল। ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে যে উন্নতি হয়েছে, তা স্বাধীনতা পরে হয়নি। মীনাক্ষীদের মুখে এ সব কথা মানায় না।’’ বিজেপির তরফে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘‘রাজ্যে গুরুত্ব হারিয়ে যা মুখে আসে, তাই বলছে সিপিএম। এ সব কথার কোনও ভিত্তি নেই। আর ওদের দলের কোনও ভবিষ্যৎ নেই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)