বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করা হল এক দুধ ব্যবসায়ীকে। শনিবার বিকেলে নৈহাটি গৌরীপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম রাজেশ সাউ। বছর পঞ্চাশের রাজেশকে স্থানীয় হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। রাজেশের পরিবার সন্তোষ যাদব নামে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে, সন্তোষ পলাতক। তার খোঁজ চলছে।
সন্তোষ এলাকায় তৃণমূলের নেতা হিসেবে পরিচিত। রাজেশও তৃণমূল সমর্থক। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পরিবারের অভিযোগ, সন্তোষ এলাকায় মদের ঠেক চালায়। রাজেশ তার প্রতিবাদ করেছিলেন। তার জেরেই এই ঘটনা। বিজেপি অবশ্য বিষয়টিকে ‘বখড়ার লড়াই’ বলে জানিয়েছে। তৃণমূলের বক্তব্য, এটা ব্যক্তিগত গোলমাল। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেশ গৌরীপুর জুটমিলের শ্রমিক কলোনিতে থাকেন। তাঁর ছেলে ছেলে আকাশ সাউ বলেন, ‘‘বাবা ভাত খেতে বসেছিল। তখন বেলা ৩টে হবে। সন্তোষ ফোন করে বাবাকে ডাকে। বলে, বাবার সঙ্গে তার কিছু কথা আছে। খাওয়া শেষ করে হাতে খইনি নিয়ে বাবা চলে যায়। খানিকক্ষণের মধ্যে গুলির শব্দ শুনি। ছুটে গিয়ে দেখি, রক্তাক্ত অবস্থায় বাবা পড়ে আছে।’’