Advertisement
১৭ এপ্রিল ২০২৪
basanti

Basanti: জাতীয় পতাকার অবমাননা রুখতে সাইকেল যাত্রায় চার বন্ধু

অযত্নে পড়ে থাকা সেই পতাকাগুলিকে উদ্ধার করে সযত্নে প্রশাসনের হাতে তুলে দিতে উদ্যোগী হয়েছে বাসন্তীর চার কলেজ পড়ুয়া।

সংকল্প: দেশকে ভালবাসার উপায় বেছে নিয়েছেন ওঁরা।

সংকল্প: দেশকে ভালবাসার উপায় বেছে নিয়েছেন ওঁরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাসন্তী শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ০৭:২৪
Share: Save:

স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষপূর্তিতে নানা অনুষ্ঠান চলছে দেশ জুড়ে। কিন্তু প্রতি বছরের মতো এ বছরও স্বাধীনতা দিবসের পরে রাস্তায়, আবর্জনার স্তূপে অনেক জায়গাতেই ছোট ছোট কাগজের তৈরি পতাকা পড়ে থাকতে দেখা গিয়েছে। অযত্নে পড়ে থাকা সেই পতাকাগুলিকে উদ্ধার করে সযত্নে প্রশাসনের হাতে তুলে দিতে উদ্যোগী হয়েছে বাসন্তীর চার কলেজ পড়ুয়া। সুন্দরবনের প্রত্যন্ত বাসন্তীর উত্তর ভাঙনখালি গ্রামের বাসিন্দা সুজাউদ্দিন লস্কর, রবিউল ইসলাম মিদ্দে ও তাঁদের দুই বন্ধু মিলে এই কাজ করছেন। বাসন্তীর সুকান্ত কলাবিভাগের কলেজের পঞ্চম সিমেস্টারের ছাত্র ওঁরা। স্বাধীনতা দিবসের পরদিন থেকে সাইকেলে চেপে এই কাজ শুরু করেছেন তাঁরা। প্রথমদিন বাসন্তী থেকে ঝড়খালি পর্যন্ত ৪০ কিলোমিটার রাস্তা তাঁরা সাইকেলে অতিক্রম করেছেন। যাত্রাপথে রাস্তার আনাচকানাচে পড়ে থাকা জাতীয় পতাকাগুলিকে তুলে নেন। স্থানীয় মানুষকে পতাকার মর্যাদা রক্ষার বিষয়ে সচেতনও করেন সুজাউদ্দিনেরা। পথচলতি অনেকেও কাজে হাত লাগান। মহকুমা জুড়ে তাঁরা এই কাজ চালাবেন বলে জানিয়েছেন। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, ‘‘ওঁদের উদ্যোগ প্রশংসনীয়। তবে সব মানুষকেই জাতীয় পতাকা সম্পর্কে আরও যত্নবান হতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

basanti national flag
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE