Advertisement
০৫ মে ২০২৪

চাল বিক্রির নামে প্রতারণা 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ০১:২৬
Share: Save:

কম দামে চাল-ডাল বিক্রির প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বনগাঁ থনার গাঁড়াপোতা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, প্রতারকের পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাঁড়াপোতা এলাকার বাসিন্দা বছর চল্লিশের শ্যামল মণ্ডল ইঞ্জিনভ্যান চালান। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তিনি ভ্যান নিয়ে গাঁড়াপোতা বাজারে গিয়েছিলেন ভাড়া খাটতে।

পুলিশের কাছে লিখিত অভিযোগে শ্যামল জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ গাঁড়াপোতা বাজারে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর কাছে আসে। ওই প্রৌঢ় শ্যামলকে জানায়, সে ভ্যানে কিছু চাল-ডাল নিয়ে যেতে চায়। ভাড়া কত দিতে হবে জানতে চায় সে।

নিজেকে শুল্ক দফতরের কর্মী হিসাবে পরিচয় দিয়েছিল ওই ব্যক্তি। সে জানায়, শুল্ক দফতর থেকে প্রচুর চাল ডাল ধরা হয়েছে। সেগুলি কম টাকায় গরিব মানুষদের কাছে বিক্রি করতে চায়। পুলিশ জানায়, কম টাকায় চাল-ডাল পাওয়া যাবে শুনে শ্যামল তা কিনতে আগ্রহী হন।

চার টাকা কেজি দরে চাল মিলবে বলে জানায় ওই ব্যক্তি। শ্যামলকে টাকা নিয়ে বনগাঁ শহরের ত্রিকোণ পার্কে আসতে বলে ওই ব্যক্তি। সঙ্গে নিজের আধার কার্ডও নিয়ে যেতে বলেছিল। শ্যামল টাকা ধার করে ইঞ্জিনভ্যান নিয়ে বনগাঁয় আসেন। তাপস বিশ্বাস নামে তাঁর এক বন্ধুও ছিলেন সঙ্গে। শ্যামলের ইচ্ছে ছিল, ওই চাল ডাল বাড়িতে খাওয়ার জন্য কিছু রেখে বাকিটা বিক্রি করবেন। দুপুরে ত্রিকোণ পার্ক এলাকায় ওই প্রৌঢ়ের সঙ্গে শ্যামলদের দেখা হয়। শ্যামল বলেন, ‘‘ওই প্রৌঢ়ের কাছ থেকে কম দামে চার কুইন্টাল চাল ও দুই কুইন্টাল ডাল কিনব বলে ওকে ১৭ হাজার ৪০০ টাকা দিয়েছিলাম। এখন বুঝতে পারছি প্রতারিত হয়েছি।’’

পুলিশকে শ্যামল জানিয়েছেন, ত্রিকোণ পার্ক এলাকায় ওই প্রৌঢ় শ্যামলের কাছ থেকে টাকা নেওয়ার পর তাপসের মোবাইলটি চায়। জানায়, শুল্ক দফতরে মেসেজ করে বিষয়টি জানাতে হবে।

সে সময়ে ওই ব্যক্তি তাপসকে বলে, শ্যামলের আধার কার্ডের ফটো কপি করে আনতে। তাপস চলে যান ওই কাজে। সে সময়ে শ্যামলকে চাল-ডাল নেওয়ার জন্য ভ্যান নিয়ে বনগাঁ থানার পিছনে একটি জায়গায় আসতে বলে ওই ব্যক্তি। শ্যামল ভ্যান নিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখেন, কেউ কোথাও নেই। শ্যামল থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। কিছু দিন আগেই বনগাঁ থানার পুলিশ এমনই একটি চক্রের তিন জনকে নদিয়া থেকে

গ্রেফতার করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rice Fraud Bongaon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE