এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হল মঙ্গলবার সকালে। তাঁকে খুন করা হয়েছে— এই অভিযোগে মিনাখাঁ থানার নেরুলি বৈদ্যপাড়া গ্রামের বাসিন্দারা শ্বশুরবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম আয়েশা বিবি (২৭)। তাঁর স্বামী বাবলু গাজি, শ্বশুর সহিদুল গাজি, শাশুড়ি রসিদা বিবি এবং ননদ রাইমা বিবির খোঁজ চলছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে বসিরহাটের পিঁফার ফতুরআটি গ্রামের বাসিন্দা আয়েশাকে বিয়ে করে বৈদ্যপাড়ার বাবলু। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তান আছে। বিয়েতে জামাইয়ের চাহিদা মতো সব কিছুই দেওয়া হয়। অভিযোগ, আরও পণের দাবিতে আয়েশাকে মানসিক ও শারীরিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। মেয়ে হওয়ার পরে অত্যাচার আরও বাড়ে বলে অভিযোগ। ঝামেলা মেটাতে গ্রামে দু’বার সালিশি সভা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।