কামারহাটির তৃণমূল নেতা জয়ন্ত সিংহের ‘বেআইনি’ বাড়ি আগামীচার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সম্প্রতি বিচারপতি রাজা বসুচৌধুরী এই নির্দেশ দিয়েছেন। তাঁর আরও নির্দেশ, বাড়ি ভাঙার বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে কামারহাটি পুরসভাকে। আইন অনুযায়ী, বাড়ি ভাঙার নোটিস দিয়ে ওই বাড়ি ভেঙে ফেলবে তারা। সেই মতো শুক্রবার রাতেই পুরসভার তরফে জয়ন্তের বাড়িতে নোটিস ঝোলানো হয়েছেবলে খবর।
গত বছর এক ব্যক্তিকে স্থানীয় একটি ক্লাবে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছিল এই জয়ন্তের বিরুদ্ধে। সেই ঘটনা সামনে আসার পরেই জয়ন্তের একের পর এক ‘কীর্তি’ জানাজানি হয়। তার বিরুদ্ধে স্থানীয় মানুষদের উপরে নানাবিধ নিপীড়নের অভিযোগ যেমন ছিল, তেমনই বেআইনি ভাবে একটি ডোবা ভরাট করে প্রাসাদোপম বাড়ি তৈরি করা নিয়েও অভিযোগ ওঠে। সেই মামলা গড়ায় কলকতা হাই কোর্টে।
এর আগে জয়ন্তের বাড়ি ভাঙার নির্দেশ দিলেও দীর্ঘদিন পুরসভা সে বিষয়ে কোনও পদক্ষেপ না করায় বাড়ি ভাঙার পুর নোটিস বাতিল করে আদালত। সেই সঙ্গে পুরসভাকে ওই বাড়িতে বসবাস করা সব পক্ষকে শুনানি দেওয়ার নির্দেশ দেয়।
সম্প্রতি পুরসভার আইনজীবী রিপোর্ট পেশ করেন হাই কোর্টে।সেই রিপোর্ট অনুযায়ী, কামারহাটি পুরসভার বোর্ড মিটিংয়ে সব নথি ও তথ্য খতিয়ে দেখা হয়। তাতেইউঠে আসে, জয়ন্তের ওই বাড়িঅবৈধ ভাবে তৈরি করা হয়েছে।এর পরেই বেআইনি সেই নির্মাণভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পুর বোর্ড। সেই রিপোর্ট বিবেচনা করে চার সপ্তাহের মধ্যে আইন মোতাবেক জয়ন্তের বাড়ি ভাঙার নির্দেশ দিল হাই কোর্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)