গভীর সমুদ্রে ইলিশ ধরার মরসুম শুরু হচ্ছে আজ, সোমবার থেকে। সারা সুন্দরবন এলাকা থেকে প্রায় তিন হাজার ট্রলার পাড়ি দেবে গভীর সমুদ্রে। এখন রুপোলি শস্যের জোগানের সঠিক আবহাওয়া বলে মনে করছেন মৎস্যজীবীরা। তাই জালে ঝাঁকে ঝাঁকে মাছ মিলবে বলে আশা করছেন তাঁরা।
গভীর সমুদ্রে যাওয়া ট্রলারে সাধারণত ১৫-১৮ জন মৎস্যজীবী থাকেন। মাছ ধরা ট্রলার গভীর সমুদ্রে যাওয়ার আগে সরকারি নির্দেশ মেনে প্রতিটি মৎস্যজীবীর পরিচয়পত্র, লাইফ জ্যাকেট-সহ অন্য নথিপত্র নিজেদের কাছে রাখতে হয়। এ বার তার সঙ্গে সংযোজন হয়েছে, কিছু স্বাস্থ্য বিধিনিষেধও। প্রত্যেক মৎস্যজীবীকে মাস্ক পরতে হবে, ব্যবহার করতে হবে স্যানিটাইজ়ার। ট্রলার ঘাটে ফিরলে যে শ্রমিকেরা মাছ নামাবেন বা বরফ ট্রলারে তুলবেন, জাল সারাই করবেন— তাঁদেরও মাস্ক পরা আবশ্যক। মাছ ধরা ও ঘাটে নামানোর সময়ে হাতে গ্লাভস থাকতে হবে। ট্রলারে যাওয়ার আগে প্রত্যেক মৎস্যজীবীকে থার্মাল স্ক্রিনিং করা হবে। আবার তাঁরা ফিরে এলে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ জন্য প্রতিটি ঘাটে তিন দিন করে স্বাস্থ্য শিবির চলবে। সে বিষয়ে মৎস্যজীবীদের সতর্ক করতে ঘাটে ঘাটে প্রচার করা হবে।
গত কয়েক বছরে পর পর ট্রলার দুর্ঘটনায় অনেক মৎস্যজীবী তলিয়ে গিয়েছিলেন। ওই দুর্ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য আবহাওয়া দফতরের নির্দেশ মেনেই সকলকে চলতে হবে।