Advertisement
১৮ জুন ২০২৪

স্ত্রীকে গলা টিপে খুন, গ্রেফতার স্বামী

চাহিদা মতো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে না আসায় স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। বাদুড়িয়ার আড়বালিয়া গ্রামের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
বাদুড়িয়া শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০১:০০
Share: Save:

চাহিদা মতো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে না আসায় স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। বাদুড়িয়ার আড়বালিয়া গ্রামের ঘটনা।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আশরাফ রহমান শেখ। তিনি পেশায় দিনমজুর। বুধবার ভোরে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে রেণুকা বিবিকে (৩০) উদ্ধার করে পুলিশ। তাঁকে স্থানীয় রুদ্রপুর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার সকালে রেণুকার দাদার অভিযোগের ভিত্তিতে আশরাফকে গ্রেফতার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পনেরো আগে বাদুড়িয়ার কাঁকড়াসুতি গ্রামের বাসিন্দা রেণুকাকে বিয়ে করেন আড়বালিয়ার আশরাফ। তাঁদের দু’টি কন্যা এবং একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই রেণুকার উপরে অত্যাচার চলত বলে অভিযোগ। তাঁকে মাঝে মধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনতে বলা হতো। চাহিদা মতো টাকা এবং অন্যান্য সামগ্রী দেওয়া হলেও অত্যাচার কমেনি।

সম্প্রতি আন্দামানে কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেয় আরশাদ। সে জন্য স্ত্রীকে বাপের বাড়ি থেকে ১০ হাজার টাকা আনতে বলে। রেণুকা বাপের বাড়ি থেকে ৩ হাজার টাকা আনেন। তা নিয়ে মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। রেণুকা বাড়ি থেকে বেরিয়ে গেলে আরশাদ পিছু নেয়। অভিযোগ, একটি নির্মীয়মাণ বাড়ির সামনে স্ত্রীকে গলা টিপে খুন করেন আরশাদ। পুলিশের দাবি, আরশাদ জেরায় অপরাধ স্বীকার করেছেন। রেণুকার দাদা আবেদ আলির ক্ষোভ, ‘‘কয়েক হাজার টাকার জন্য নিজের স্ত্রীকে কেউ খুন করতে পারে ভাবতেই পারছি না। খুনির উপযুক্ত শাস্তি চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Husband Murder wife
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE