জোর করে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। ওই কাণ্ডে কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।
মিনাখাঁর বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর গ্রামে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে একটি বনবিবির মেলা শুরু হওয়ার কথা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত ১০টা নাগাদ মেলার জন্য নাগাদ বাসন্তী হাইওয়েতে চাঁদা তুলছিলেন মেলা কমিটির সদস্যরা। অভিযোগ উঠেছে, জোর করে চাঁদা তোলা হচ্ছিল। তারই প্রতিবাদ করেন পুলিন মণ্ডল (৩২) নামে এক স্থানীয় বাসিন্দা। অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে মেলা কমিটির সদস্যরা। স্থানীয় লোকজন পুলিনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিনকে বাঁচাতে গিয়ে আরও দু’জন জখম হন।