সোনারপুর: বাড়ি থেকে এক যুবককে মদের আসরে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল। সোনারপুর থানার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃতের নাম বিশাল সাউ (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ ফোন করে বিশালকে ডাকে তার বন্ধু আকাশ। আকাশের সঙ্গে রাকেশ ও রাহুল নামে দুই বন্ধুও ছিল। এর পরে স্থানীয় সুভাষপল্লির মাঠে তাদের মদের আসর বসে। গভীর রাতে সেখানেই গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিশালকে। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সোনারপুর ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বিশালকে স্থানান্তরিত করা হয় ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বুধবার মারা যান তিনি।
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাঁর তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বিশালের পরিজনদের অভিযোগ, মদের আসরে তাঁকে মারধর করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিশাল ছাতু বিক্রি করতেন। বছরখানেক আগে বিয়ে হয় তাঁর। স্ত্রী ও আড়াই মাসের একটি সন্তান রয়েছে।
বিশালের বাবা সত্যেন্দ্র সাউ বলেন, “মঙ্গলবার রাতে বন্ধুদের ফোন আসার পরে বৌমা ছেলেকে বেরোতে বারণ করেছিল। কিন্তু ছেলে কথা শোনেনি। কিছু ক্ষণের মধ্যে ফিরবে বলে বেরিয়ে যায়। রাতে খবর পাই, মাঠের মধ্যে জখম অবস্থায় পড়ে রয়েছে। আমরা হাসপাতালে নিয়ে যাই। জানি না, কেন ওর সঙ্গে এমন হল।” পুলিশ জানিয়েছে, বিশালের তিন বন্ধুকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)