Advertisement
১৯ মে ২০২৪

নতুন বৌয়ের চাই নয়া হেলমেট

দুপুর ২টো। বনগাঁ-চাকদহ রাজ্য সড়কে স্থানীয় বারাকপুর মোড়ের কাছে বেআইনি ভাবে যাতায়াত করা যানবাহন ধরপাকড় করছিলেন বনগাঁর এসডিপিও অনিল রায় এবং গোপালনগর থানার ওসি অয়ন চক্রবর্তী।

খালি মাথায় কেন... অপ্রস্তুত তরুণী। ছবি: নির্মাল্য প্রামাণিক।

খালি মাথায় কেন... অপ্রস্তুত তরুণী। ছবি: নির্মাল্য প্রামাণিক।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৭
Share: Save:

দুপুর ২টো। বনগাঁ-চাকদহ রাজ্য সড়কে স্থানীয় বারাকপুর মোড়ের কাছে বেআইনি ভাবে যাতায়াত করা যানবাহন ধরপাকড় করছিলেন বনগাঁর এসডিপিও অনিল রায় এবং গোপালনগর থানার ওসি অয়ন চক্রবর্তী। গোপালনগের দিক থেকে সদ্য বিবাহিত তরুণী স্কুটির পিছনে দিদিকে বসিয়ে বনগাঁ শহরের দিকে আসছিলেন দ্রুত গতিতে স্কুটি চালিয়ে আসছিলেন। অনিলবাবু তাঁদের দাঁড় করান। কেন হেলমেট পড়েননি? উত্তর নেই তরুণীর মুখে। কিছুক্ষণের মধ্যেই অন্য একটি বাইকে হাজির তাঁর স্বামী। তাঁর মাথায় অবশ্য হেলমেট ছিল। তিনি বিএসএফ জওয়ান। অনিলবাবু তাঁকে বলেন, ‘‘আপনি নিজের নিরাপত্তার জন্য হেলমেট পড়েছেন। কিন্তু স্ত্রী কে কেন হেলমেট পড়াননি? আপনি কি স্ত্রীর ক্ষতি চান?’’ প্রশ্ন শুনে অপ্রস্তুত যুবকও। নিজের হেলমেট খুলে তিনি পরিয়ে দেন স্ত্রীর মাথায়। কিন্তু এতে বরফ গলেনি। স্বামীকে প্রতিশ্রুতি দিতে হয়েছে, স্ত্রীকে আজই হেলমেট কিনে দেবেন। এক স্কুল শিক্ষকও হেলমেট ছাড়া যাচ্ছিলেন। এসডিপিও তাঁকে বলেন, ‘‘আপনারা যদি সরকারি নির্দেশ না মানেন, তা হলে কারা মানবেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Helmet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE