দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীকে মোবাইল দেখার জন্য পরিবারের লোকজন বকাঝকা করেছিল। বৃহস্পতিবার ভোরে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কুলপি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কুলপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় ডায়মন্ড হারবার পুলিশ মর্গে।
আরও পড়ুন:
কিশোরীর আত্মহত্যার ঘটনায় ভেঙে পড়েছে তার পরিবার। কেন এমন মর্মান্তিক পদক্ষেপ নিল ওই ছাত্রী, তার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কথা বলছে ছাত্রীর পরিবারের সঙ্গে।