E-Paper

পানিহাটিতে রাস্তার উদ্বোধনে শুধু বিধায়ক, নেই পুরপ্রধানই

স্থানীয় পুরপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক। শনিবার পানিহাটির এই ঘটনায় ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলেই মত রাজনৈতিক মহলের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ০৯:৩১
উদ্বোধনের অনুষ্ঠানে খোদ পুরপ্রধানই অনুপস্থিত!

উদ্বোধনের অনুষ্ঠানে খোদ পুরপ্রধানই অনুপস্থিত! —প্রতীকী ছবি।

পুরসভা উদ্যোগী হয়ে কেএমডিএ-কে দিয়ে শুরু করিয়েছে রাস্তাসংস্কারের কাজ। অথচ, একটি ওয়ার্ডের তিনটি রাস্তার উদ্বোধনের অনুষ্ঠানে খোদ পুরপ্রধানই অনুপস্থিত! স্থানীয় পুরপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক। শনিবার পানিহাটির এই ঘটনায় ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলেই মত রাজনৈতিক মহলের। বিরোধীদের দাবি, পানিহাটিতে ক্ষমতা দখলের রাজনীতি চলছে।

সম্প্রতি পানিহাটি জুড়ে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে কেএমডিএ।সেই সূত্রেই ৩৩ নম্বর ওয়ার্ডের তিনটি রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে। যার জন্য তিন কোটি৯০ লক্ষ টাকা খরচ হয়েছে। এ দিন স্থানীয় পুরপ্রতিনিধি প্রদীপ বড়ুয়াকে সঙ্গে নিয়ে রাস্তাগুলির উদ্বোধনকরেন বিধায়ক নির্মল ঘোষ। কিন্তু পুরপ্রধান সোমনাথ দে সেখানে আসেননি। কেন? প্রদীপের দাবি, ‘‘পুরপ্রধান অন্য কাজে বাইরেআছেন, তাই আসতে পারেননি। তিনি অনুষ্ঠান সম্পর্কে জানেন।’’

অবশ্য পানিহাটিতে শাসক দলের অন্দরেই একাংশের সংশয়, আদৌ পুরপ্রধানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কি? যদিও পুরো বিষয়ে কোনওমন্তব্য করতে রাজি হননি সোমনাথ। শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে সিপিএম ও বিজেপি। উভয় দলের নেতৃত্বেরই দাবি, ‘‘পানিহাটিতে বিশেষ ক্ষমতাসীন এক গোষ্ঠী এখনও সব কিছুতে কর্তৃত্ব কায়েম করে রাখতে চাইছে। তাঁদের কাছে পুরসভা নয়, ব্যক্তিই শেষকথা।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Panihati North 24 Parganas

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy