আক্রান্তদের হাড়োয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হয়। নিজস্ব চিত্র।
পাগলা কুকুরের কামড়ে শিশু-সহ জখম হয়েছেন ৪০ জন। তাঁদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বসিরহাট মহকুমার হাড়োয়ায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লি-সহ, আটঘরা, পিলখানা, পাইকপাড়ায় দু’টি পাগলা কুকুর হামলা চালাচ্ছে। বেশ কয়েকটি শিশু জখম হয়েছে। বাদ যায়নি পূর্ণবয়স্ক ব্যক্তিরাও। আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, সোমবার আক্রান্তদের টিকা দেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পাগলা কুকুরের হামলার ভয়ে তাঁরা বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছেন না। তাঁদের দাবি, প্রশাসন কুকুর দু’টির দ্রুত ব্যবস্থা করুক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy