পুলিশের উর্দি গায়ে ঘুরতেন পাড়াময়। পুলিশের পোশাক পরে নিত্যনতুন ছবি দিতেন সমাজমাধ্যমে। বাড়ির লোক খুশি। গর্বিত প্রতিবেশীরা। কত কম বয়সে পাড়ার ছেলে জীবনে সফল। সেই ছেলেকেই পুলিশ পাকড়াও করতে তাজ্জব সকলে। টানা এক বছর সকলকে বোকা বানিয়ে শেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন ভুয়ো পুলিশ। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অঙ্কিত ঘোষ। বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গী এলাকায়। কনস্টেবলের খানকয়েক পোশাক বানিয়ে তা পরে ঘোরাঘুরি করতেন তিনি। বাড়ির লোক জানতেন ছেলে পুলিশের চাকরি করে। এলাকার মানুষ জানতেন অঙ্কিত পুলিশ। ‘পোস্টিং’ সল্টলেকের বিকাশ ভবনে। এই ভাবে দীর্ঘ দিন পুলিশের ছদ্মবেশে ঘোরাঘুরি করতেন যুবক। বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গাইঘাটা থানার পুলিশ অঙ্কিতকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, এক অল্পবয়সি পুলিশ সেজে ঘুরে বেড়ায়, গোপন সূত্রে এই খবর পেয়ে বেশ কিছু দিন ধরে তক্কে তক্কে ছিল তারা। অঙ্কিতের গতিবিধির উপরে নজর রাখছিল গাইঘাটা থানার পুলিশ। শেষে মঙ্গলবার ‘কনস্টেবল’ অঙ্কিতকে ধরা হয়। তাঁর পরিচয় জানতে চাওয়া হয়। প্রথমে যুবক নিজেকে কনস্টেবল বলে দাবি করেন জোর গলায়। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে ক্রমশ গলার স্বর নিচু হতে থাকে তাঁর। পুলিশ যখন তাঁর কাছে কাগজপত্র দেখতে চায়, তখন আত্মসমর্পণ করেন যুবক। অগত্যা গ্রেফতার।
অঙ্কিতের কাছে কয়েক ‘সেট’ পুলিশের পোশাক, ভুয়ো নেমপ্লেট-সহ বিভিন্ন নকল নথি উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, পুলিশে চাকরির পরীক্ষা দিয়েছিলেন অঙ্কিত। কৃতকার্য হননি। কিন্তু বাড়িতে জানিয়েছিলেন চাকরি হয়ে গিয়েছে। সকালে নির্দিষ্ট সময়ে পুলিশের পোশাক গায়ে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। বাড়িতে বলতেন ‘ডিউটিতে যাচ্ছি।’ সেই ছেলের গ্রেফতারিতে ভেঙে পড়েছে পরিবার। এক সদস্য বলেন, ‘‘সকলকে বলেছিল ‘বিকাশ ভবনে’ ওর পোস্টিং। সব মিথ্যা!’’