Advertisement
E-Paper

সুদীপের গ্রেফতারির প্রতিবাদে দুই জেলায় মিছিল তৃণমূলের

রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের হাতে মঙ্গলবার গ্রেফতার হয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা তথা কলকাতা উত্তর কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০২:০৯
ডায়মন্ড হারবারে প্রতিবাদ মিছিল। ছবি: দিলীপ নস্কর।

ডায়মন্ড হারবারে প্রতিবাদ মিছিল। ছবি: দিলীপ নস্কর।

রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের হাতে মঙ্গলবার গ্রেফতার হয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা তথা কলকাতা উত্তর কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সুদীপের গ্রেফতারির পরে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় বিজেপি-র সদর দফতরের সামনের বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। বুধবার দিনভর তার রেশ বজায় থাকল রাজ্যের নানা প্রান্ত-সহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও।

এ দিন ক্যানিং মহকুমার প্রতিটি ব্লকে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। অভিযোগ, তৃণমূলের একটি মিছিল থেকে ক্যানিং স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির একটি পার্টি অফিসে হামলা চালানো হয়। বিজেপির দলীয় পতাকায়া আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বিজেপির ক্যানিং মণ্ডল সভাপতি অসিত মণ্ডলের অভিযোগ, ‘‘সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদের নামে তৃণমূল আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। শুধু তাই নয় দলীয় কর্মীদের হুমকিও দিচ্ছেন তৃণমূল নেতারা।’’ যদিও অভিযোগ অস্বীকার করে ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ক্যানিং ব্লক যুব তৃণমূল সভাপতি পরেশরাম দাসের দাবি, ‘‘বিজেপি নিজেরাই চেয়ার-টেবিল ভেঙে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে। অন্য দলের পার্টি অফিস ভাঙচুরের মতো কাজ আমরা করি না।’’ পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ হয়নি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ দিন বিকেলে ডায়মন্ড হারবার শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। কাকদ্বীপ মহকুমার বিভিন্ন এলাকাতেও এ দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে মিছিল ও পথসভা হয়। একটি মিছিল কাকদ্বীপ শহর পরিক্রমা করে। সাগর, পাথরপ্রতিমা এবং নামখানাতেও মিছিল করে তৃণমূল। কাকদ্বীপের তৃণমূল নেতা তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরার দাবি, ‘‘নোটবন্দির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করাতেই রাজনৈতিক প্রতিহিংসা দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার।’’

এ দিন ব্যারাকপুর শিল্পাঞ্চলের কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। টিটাগড়, নৈহাটি, ব্যারাকপুরে মিছিল হয়। তৃণমূল সাংসদদের গ্রেফতারির প্রতিবাদে ব্যারাকপুর শহরে টোটো চলাচল বন্ধ রাখেন চালকেরা। বনগাঁ, হাবরা, বাগদায় হয় প্রতিবাদ মিছিল। বারাসতের চাঁপাডালি মোড় থেকে হেলাবটতলা পর্যন্ত মিছিল হয়। বারাসতে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। মিছিল হয় বাদুড়িয়া, পিঁফা-সহ বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায়।

Sudip Bandyopadhyay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy