মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে তনয় টিকাদার। ৭০০ নম্বরে পেয়েছে ৬৮৩। অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের এই ছাত্রের লক্ষ্য আইএএস অফিসার হওয়া। আইএএস হয়ে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায় তনয়।
তনয়ের বাবার ধানের ব্যবসা। একমাত্র ছেলের পাশে সব সময় থাকেন মা। তবে ঠাকুরদার অনুপ্রেরণাতেই আজ সফল তনয়। সে যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ত, তখন মারা যান ঠাকুরদা। পড়াশোনার প্রতি তনয়ের ভাল লাগা তৈরি করেছিলেন তিনিই। তনয় নিজের এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন স্কুলের শিক্ষক এবং গৃহশিক্ষকদের। সাত বিষয়ে গৃহশিক্ষক ছিল তার।
আরও পড়ুন:
বড় হয়ে আইএএস হতে চায় তনয়? তার কথায়, ‘‘শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাই। দেশের ১০০ শতাংশ নাগরিক স্বাক্ষর হোক, চাই। এই যে শিক্ষাব্যবস্থা, জনসংখ্যা বাড়ছে, অথচ চাকরির জায়গা নেই, সব কিছুরই বেসরকারিকরণ হচ্ছে, সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, এ সবের পরিবর্তন করতে চাই।’’