Advertisement
০৩ মে ২০২৪

ট্রেন অবরোধে এ বার এসইউসি

এসইউসি নেতা অজয় বাইন বলেন, ‘‘লোকসানে চলার যুক্তি দেখিয়ে ট্রেন বন্ধের প্রস্তাবকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি।’’

ভোগান্তি: বসিরহাট স্টেশনে। বুধবার তোলা নিজস্ব চিত্র

ভোগান্তি: বসিরহাট স্টেশনে। বুধবার তোলা নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ০১:৫৭
Share: Save:

ট্রেন লাইন তুলে দেওয়া হবে, এই আশঙ্কায় বিভিন্ন রাজনৈতিক দল ট্রেন আটকে অবরোধ শুরু করেছে। তৃণমূল, কংগ্রেসের পরে বুধবার ট্রেন আটকে বিক্ষোভ দেখিয়েছে এসইউসি-ও।

এ দিন হাসনাবাদ-শিয়ালদহ শাখায় বসিরহাট স্টেশনে আধ ঘণ্টা বিক্ষোভ চলে। সকাল সাড়ে ৭টা নাগাদ মাইক লাগিয়ে দলীয় ঝান্ডা হাতে বসিরহাট স্টেশনে লাইনের উপরে বসে পড়েন দলের কর্মী-সমর্থকেরা। তাদের দাবি, বেসরকারিকরণের উদ্দেশ্যে হাসনাবাদ-শিয়ালদহ সহ আটটি শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। যাতে সামিল বিজেপি সরকারের রেলমন্ত্রক। তারই প্রতিবাদে ট্রেন অবরোধ কর্মসূচি।

এ দিন কারা কারা অবরোধে সামিল হয়েছে, তার নথি রাখতে রেল পুলিশকে মোবাইলে ছবি তুলে রাখতে দেখা যায়। একই দাবিতে শনিবার টাকি স্টেশনে তৃণমূল এবং সোমবার বসিরহাট স্টেশনে কংগ্রেস ট্রেন আটক বিক্ষোভ দেখিয়েছিল।

এসইউসি নেতা অজয় বাইন বলেন, ‘‘লোকসানে চলার যুক্তি দেখিয়ে ট্রেন বন্ধের প্রস্তাবকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি।’’ বিক্ষোভকারীদের বক্তব্য, উপচে পড়া যাত্রী নিয়ে চলা হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল যদি সত্যিই লোকসানের হয়, তা হলে রেলমন্ত্রক তা শ্বেতপত্র প্রকাশ করে জানাক। আয়-ব্যরে হিসেব দিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rail Blockade Basirhat SUCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE