পুলিশ বলে পরিচয় দিয়ে মাছ ও আনাজ ব্যবসায়ীদের মারধর করে মাছ আর টাকাপয়সা ছিনতাইয়ের অভিযোগ উঠল। শুক্রবার ভোরে, নিউ ব্যারাকপুর পুরসভা সংলগ্ন আট নম্বর রেল গেটের কাছে। আক্রান্ত ব্যবসায়ী ইমান হোসেন, মফিজুল গাজি এবং রাজু রায়ের অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে তাঁদের মারধর করে ভ্যান থেকে প্রায় ৪০ হাজার টাকার মাছ ছিনতাই করা হয়েছে। আনাজ ব্যবসায়ী রাজুকে মারধর করে সাড়ে ছ’হাজার টাকা ছিনতাই করা হয় বলেও অভিযোগ। রাজুর দাবি, তিনি অন্যান্য দিনের মতো স্কুটারে চেপে আনাজ কিনতে যাচ্ছিলেন। তখনই পুলিশ পরিচয় দিয়ে রাস্তা আটকে তাঁকে মারধর করে টাকা ছিনতাই করা হয়। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, সাজিরহাট বাজারে মাছ নিয়ে যাওয়ার সময়ে রেল গেটের কাছে পুলিশ পরিচয় দিয়ে তাঁদের গাড়ি আটকানো হয়। তার পরে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মাছ নামিয়ে নেয় দুই দুষ্কৃতী। প্রায় ৪০ হাজার টাকার মাছ ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় এক পুরকর্মী তথা শাসকদলের কর্মীর নাম জড়িয়েছে। পুলিশ ঠিক মতো সহযোগিতা করেনি বলেও অভিযোগ। যদিও পুলিশ তা মানতে নারাজ। তারা জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)