বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেওয়া মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে। যার প্রতিবাদ করায় বচসা বেধেছিল। সেই বচসা থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে টিটাগড়ে ঘটে এই ঘটনা।
পুলিশ সূত্রের খবর, ওই রাতে টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটির তরফে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বার করা হয়েছিল। খড়দহের বলরাম হাসপাতাল থেকে টিটাগড়ের রাসখোলা ঘাটের দিকে যাচ্ছিল শোভাযাত্রা। তাতে পুরুষ ও মহিলা, অনেকেই অংশ নিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে রাস্তার ধারে এক দল যুবক নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে ছিল। বিসর্জনের শোভাযাত্রায় থাকা মহিলাদের ক্রমাগত উত্ত্যক্ত করতে থাকে ওই যুবকেরা। যা দেখে শোভাযাত্রায় আসা অন্যেরা প্রতিবাদ করেন। তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত যুবকেরা।
অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রায় আসা যুবকদের উপরে চড়াও হয় নেশাগ্রস্ত যুবকেরা। বেধড়ক মারধর করা হয় পুজো কমিটির ওই সদস্যদের। বি টি রোডের উপরে ওই জায়গায় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। মারামারি হচ্ছে দেখতে পেয়ে পুলিশ এগিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। অভিযোগ, অভিযুক্ত যুবকেরা উল্টে পুলিশকেও মারধর করে। তাতে চার জন পুলিশকর্মী আহত হন। প্রত্যেককেই বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেনিয়ে আসে।
স্থানীয় সূত্রের আরও অভিযোগ, টিটাগড়ের এক পুরপ্রতিনিধির সঙ্গী নেতার ঘনিষ্ঠ ওই অভিযুক্ত যুবকেরা। ব্যারাকপুরের ডেপুটি কমিশনার (মধ্য) ইন্দ্রবদন ঝা বলেন, ‘‘ঘটনাস্থল থেকে চার জন যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই ফুটেজের সাহায্যে বাকি অভিযুক্তদের শনাক্ত করে তাদের খোঁজ চালানো হচ্ছে আমাদের তরফে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)