করোনা সংক্রমণ রুখতে নয়া পদক্ষেপ করল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভা। টানা তিন দিন বন্ধ রাখা হবে পুরসভা এলাকার যাবতীয় দোকানপাট। সোমবার এ কথা পুরসভার তরফে জানানো হয়েছে।
মধ্যমগ্রাম পুরসভা জানিয়েছে, আগামী ১৩-১৫ জানুয়ারি পুর এলাকার মধ্যে থাকা সমস্ত দোকানপাট, ব্যবসায়িক কেন্দ্র এবং শপিং মল বন্ধ রাখা হবে। তবে যশোহর রোড-সহ বাকি রাস্তা খোলা থাকবে বলেও পুরসভা জানিয়েছে। সেই সঙ্গে মাস্ক পরা, দূরত্ব বিধি বজায় রাখার ক্ষেত্রেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি জরুরি পরিষষেবার ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে।