Advertisement
০৫ মে ২০২৪
covid 19 india

Madhyamgram Municipality: টানা তিন দিন ধরে বন্ধ থাকবে দোকানপাট, সংক্রমণ রুখতে ঘোষণা মধ্যমগ্রাম পুরসভার

মাস্ক পরা, দূরত্ব বিধি বজায় রাখার ক্ষেত্রেও জোর দেওয়ার কথা বলা হয়েছে।

তিন দিন বাজার বন্ধ রাখার ঘোষণা মধ্যমগ্রাম পুরসভার।

তিন দিন বাজার বন্ধ রাখার ঘোষণা মধ্যমগ্রাম পুরসভার। — ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
মধ্যমগ্রাম শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৮:৪৪
Share: Save:

করোনা সংক্রমণ রুখতে নয়া পদক্ষেপ করল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভা। টানা তিন দিন বন্ধ রাখা হবে পুরসভা এলাকার যাবতীয় দোকানপাট। সোমবার এ কথা পুরসভার তরফে জানানো হয়েছে।
মধ্যমগ্রাম পুরসভা জানিয়েছে, আগামী ১৩-১৫ জানুয়ারি পুর এলাকার মধ্যে থাকা সমস্ত দোকানপাট, ব্যবসায়িক কেন্দ্র এবং শপিং মল বন্ধ রাখা হবে। তবে যশোহর রোড-সহ বাকি রাস্তা খোলা থাকবে বলেও পুরসভা জানিয়েছে। সেই সঙ্গে মাস্ক পরা, দূরত্ব বিধি বজায় রাখার ক্ষেত্রেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি জরুরি পরিষষেবার ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে।

সোমবার পুলিশ-প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন মধ্যমগ্রাম পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যরা। এর পর তিন দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দু’দিন এ নিয়ে প্রচার করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

covid 19 india madhyamgram market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE