ঘর থেকে উদ্ধার হল এক দম্পতির দেহ। বৃহস্পতিবার, ব্যারাকপুর কমিশনারেটের মোহনপুর থানা এলাকার সূর্যপুর কামারশালা এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতদের নাম নিবারণ মণ্ডল (৫১) ও পিপাসা মণ্ডল (৪৬)। দু’টি আলাদা ঘর থেকে উদ্ধার হয় তাঁদের দেহ।রক্তাক্ত অবস্থায় রান্নাঘরের মেঝেয় পড়েছিল পিপাসার দেহ। পাশের শোওয়ার ঘরের সিলিং থেকে ঝুলতে দেখা যায় পেশায় রাজমিস্ত্রি নিবারণকে। দাম্পত্য কলহ ও সন্দেহের বশে স্ত্রীকে খুন করে নিবারণ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সূর্যপুর কামারশালার বারপাড়া খেলার মাঠের পাশে থাকতেন ওই দম্পতি। তাঁদের একমাত্র মেয়েরবিয়ে হয়েছে মুর্শিদাবাদে। স্ত্রীকেসন্দেহ করতেন নিবারণ এবং সেই কারণে বহু বার তাঁদের মধ্যেঅশান্তি হয়েছে। পরিজনেরা এই সমস্যা মেটানোর চেষ্টা করলেওকাজ হয়নি বলে দাবি।
পড়শিরা জানান, এই কারণে কাজে গেলে সঙ্গে করে স্ত্রীকেওনিয়ে যেতেন নিবারণ। বুধবাররাতেও তাঁদের মধ্যে অশান্তি হয়। এ দিন সকালে বাড়িতে ফোন করে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে প্রতিবেশীকে ফোন করেনওই দম্পতির মেয়ে। ওই প্রতিবেশী মহিলা জানান, তিনিই প্রথমে নিবারণদের বাড়িতে যান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দিতেই তা খুলে যায়। ভিতরের অবস্থা দেখে তাঁর চিৎকারে এর পরে অন্যেরা ছুটে আসেন।
এ দিন ঘটনাস্থলে যান কমিশনারেটের আধিকারিকেরা। উপ নগরপাল (মধ্য) ইন্দ্রবদন ঝা বলেন, ‘‘প্রতিবেশীরাই সন্দেহের বশে স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করতে পারেন বলে জানিয়েছেন। ঘরটি আমরা সিল করেছি। ফরেন্সিক পরীক্ষা হবে। দেহ দু’টি ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে কী হয়েছিল।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)