অন্য যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী! জানতে পেরেই অশান্তি শুরু হয় সংসারে। তার জেরেই স্বামীকে খুনের ফন্দি এঁটেছিলেন মহিলা। প্রেমিকের সঙ্গে শলাপরামর্শ করে স্বামীকে খুনের চেষ্টা করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়তেই প্রেমিকের সঙ্গে চম্পট দেন।
উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকার বাসিন্দা সেন্টু দাস। দিন কয়েক আগেই তিনি স্ত্রীর পরকীয়ার কথা জানতে পারেন। এই নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই অশান্তি লেগে থাকত তাঁর। অভিযোগ, সেন্টুকে খুন করার চেষ্টা করেন তাঁর স্ত্রী। প্রেমিকের সাহায্যে তাঁকে বেশিমাত্রায় নেশার দ্রব্য খাইয়ে দেন। অচৈতন্য হয়ে পড়তেই সেন্টুকে মারধর করা হয়। তবে তখনই জ্ঞান ফিরে আসায় চিৎকার শুরু করেন সেন্টু। ভয় পেয়ে ওই অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যান সেন্টুর স্ত্রী এবং প্রেমিক।
আরও পড়ুন:
আশঙ্কাজনক অবস্থায় সেন্টুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোয় খড়দহ থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।