Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Chiranjeet Chakraborty

Bengal Polls: ধর্মের ভিত্তিতে নয়, উন্নয়নের দিকে তাকিয়ে ভোট দেওয়ার আহ্বান করলেন দেব

প্রার্থীর সমর্থনে বারাসতের শতদল মাঠে জনসভায় এসেছিলেন দেব।

প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিনেতা সাংসদ দেব। -নিজস্ব ছবি।

প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিনেতা সাংসদ দেব। -নিজস্ব ছবি।

নিজস্ব সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৬:২০
Share: Save:

ধর্মের ভিত্তিতে ভোট না দিয়ে জনগণের উন্নয়ণের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন অভিনেতা এবং ঘাটালের তৃণমূল সাংসদ দেব। বারাসতে এ বারে তৃণমূলের হয়ে লড়ছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। শুক্রবার এই তারকা প্রার্থীর সমর্থনেই বারাসতের শতদল মাঠে জনসভায় এসেছিলেন দেব। সেখানেই তিনি উন্নয়নের দিকে তাকিয়ে ভোটদানের পরামর্শ দেন।

তিনি জানান, এ রাজ্যে ভোটকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে। এক শ্রেণির মানুষকে বোঝানো হচ্ছে, তাঁরা সুরক্ষিত নেই। তাই ধর্মের নামে নয়, উন্নয়নের স্বার্থে ভোট দিতে বলেন তিনি। কারণ তাঁর মতে, ধর্ম জিতলে মানুষের পরাজয় হবে।

এর পরই দেব তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের নানা দিক তুলে ধরেন। কোনও স্থানীয় নেতার প্রতি ক্ষোভে যেন কেউ ভুল জায়গায় ভোট না দিয়ে ফেলেন সে কথাও সকলকে মাথায় রাখতে অনুরোধ করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chiranjeet Chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE