জুয়ার ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মহিলার মাথায় ধারালো অস্ত্রের আঘাত করার অভিযোগ উঠল।
বুধবার রাতে শাসন থানার উত্তর ফলতিতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হলেন সাইরা বিবি নামে এক মহিলা। অভিযোগ, প্রকাশ্য জায়গায় জুয়া খেলার প্রতিবাদ করে প্রথমে দুষ্কৃতীদের হাতে মার খান সাইরার স্বামী তোয়াম্মেল মোল্লা। স্বামীকে বাঁচাতে এসে দুষ্কৃতীদের নিশানায় চলে আসেন সাইরা। ঘটনার সময় তিনি নিজেও জুয়ার ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। ঘটনার পরে অভিযুক্তদের খোঁজ করছে শাসন থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় মধ্যমগ্রাম হাসপাতালে ভর্তি করা হয় সাইরাকে। প্রকাশ্য রাস্তায় জুয়োর ঠেক চললেও তা পুলিশের নজরে কেন পড়েনি ওই ঘটনার পরে এমন প্রশ্নও তুলেছেন স্থানীয় মানুষ।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, যে জায়গায় ওই ঘটনা ঘটেছে সেটি জনবহুল এলাকা। সেখানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলত জুয়ার ঠেক। জুয়াকে কেন্দ্র করে মত্তদের নিজেদের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট ঘিরে বিরক্ত ছিলেন সকলেই। পুলিশ জানায়, উত্তর ফলতি এলাকার একটি চায়ের দোকানে জুয়ার ঠেক চলত। বুধবার রাতেও জুয়া ঘিরে কয়েক জনের মধ্যে শুরু হয় বাদানুবাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু ক্ষণের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে দেয় ঠেকের লোকজন। ঘটনা সহ্যের সীমা ছাড়াতে প্রতিবাদ করেন এলাকার কয়েক জন।