জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে দাদার হাতে খুন হলেন ভাই। ঘটনাটি ঘটেছে দক্ষিঁণ ২৪ পরহগনার সোনারপুরের মকরামপুর এলাকায়। অভিযুক্ত পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আশরাফ সর্দার। শনিবার সন্ধ্যায় পাড়ার চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তিনি। অভিযোগ, ওই সময় আশরাফের দাদা কালু সর্দার ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপরে হামলা চালান। দাদার অস্ত্রের ঘায়ে রক্তাক্ত হয়ে চায়ের দোকানেই পড়ে যান আশরাফ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা।
প্রতিবেশীরা জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল দুই ভাইয়ের। ওই জমি নিয়েই খুনোখুনির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁদের। মৃত আশরাফের ছেলে আসান সর্দার বলেন, ‘‘আমার জ্যাঠা কালু সর্দার একাধিক বার আমার বাবাকে মারধর করেছে। এমনকি, বাড়িতে গিয়েও খুনের হুমকি দিয়ে গিয়েছে।’’
আরও পড়ুন:
তাঁর আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ দিন নানা কুকর্মের সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘‘এলাকায় মাদক চক্রের সঙ্গে যুক্ত কালু সর্দার। কখনও অবৈধ ভাবে মদ বিক্রি করে। গাঁজার কারবারেও নাম জড়িয়েছিল।’’ মৃতের স্ত্রী আনোয়ারা বিবি, ছেলে আসান এবং অন্যান্য আত্মীয় অভিযুক্তের দ্রুত গ্রেফতারি এবং শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তের পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।