প্রথম বর্ষে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কাছ থেকে কুপন দিয়ে বাড়তি টাকা নেওয়া হচ্ছে, এমনই অভিযোগ উঠল শিরাকোল মহাবিদ্যালয়ে। বিষয়টি নিয়ে টিএমসিপি পরিচালিত ছাত্র পরিষদের সদস্যেরা বিক্ষোভ দেখিয়ে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিলেন রেখেছিলেন মঙ্গলবার। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আব্বাসউদ্দিন সর্দারের অভিযোগ, ‘‘আমরা এই কাজ সমর্থন করছি না। এর প্রতিবাদে একদিন কলেজে ভর্তি বন্ধও রেখেছিলাম। এরপরও এ ভাবে টাকা তোলা বন্ধ হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে এই টাকা নেওয়া হচ্ছে। এমন চলতে থাকলে আমি পদত্যাগ করব।’’ প্রসঙ্গত, অনলাইন ফর্মের রেজিস্ট্রেশন করার সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০০ টাকা করে ব্যাঙ্ক চালান কাটতে হয়েছে। এর পরে কলেজে ভর্তি হতে এলে নির্ধারিত ফি কাঠামোর বাইরে ফর্ম এবং প্রসপেক্টাসের জন্য বাড়তি ১০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কলেজের অধ্যক্ষা শুক্লা দত্ত মাইতি দাবি করেছেন, ‘‘এটা প্রসপেক্টাস ও ফর্মের জন্য নেওয়া হলেও তা মূলত কলেজের উন্নয়নেই লাগবে। পরিচালন কমিটির সম্মতি নিয়েই এটা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়কেও এ ব্যাপারে জানানো হয়েছে।’’