Advertisement
১৮ মে ২০২৪
Al-Qaeda

নবান্নে এনআইএ কর্তা, দিল্লি গেল ধৃত ৬ জঙ্গি

সূত্রের দাবি, ডিআইজি পদের ওই অফিসার সোমবার বিকেলে নবান্নে যান।

জঙ্গি সন্দেহে ধৃতদের নিয়ে দিল্লির পথে এনআইএ অফিসারেরা। সোমবার কলকাতা বিমানবন্দর চত্বরে (আরও খবর পৃঃ ৫)। ছবি: সুমন বল্লভ

জঙ্গি সন্দেহে ধৃতদের নিয়ে দিল্লির পথে এনআইএ অফিসারেরা। সোমবার কলকাতা বিমানবন্দর চত্বরে (আরও খবর পৃঃ ৫)। ছবি: সুমন বল্লভ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৮
Share: Save:

নবান্নে গিয়ে রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন এনআইএ-র এক জন পদস্থ কর্তা। সূত্রের দাবি, ডিআইজি পদের ওই অফিসার সোমবার বিকেলে নবান্নে যান। এ দিনই ধৃত ৬ জন জঙ্গিকে দিল্লি নিয়ে গিয়েছে এনআইএ। সন্ধ্যায় বিমানবন্দরে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধৃত আবু সুফিয়ান দাবি করে, তাদের কোনও নাশকতার পরিকল্পনা ছিল না। প্রশাসনের খবর, এ দিনের বৈঠকে সমন্বয় বৃদ্ধি ও তথ্য লেনদেনের উপরে জোর দেওয়ার দাবি করেছে রাজ্য। এক কর্তার কথায়, ‘‘আমরাও জাতীয় নিরাপত্তা রক্ষায় সচেষ্ট। কেন্দ্রীয় সংস্থাগুলির কাছ থেকে যথাযথ তথ্য পেলে আমাদেরও সুবিধা হয়।’’ সূত্রের দাবি, এনআইএ-ও জঙ্গি ঘাঁটির হদিসে রাজ্যের সঙ্গে সমন্বয় বৃদ্ধির কথা বলেছে। সূত্রের খবর, রাত ন’টা তিনটি বিমানের প্রতিটিতে ২ জন করে জঙ্গিকে নিয়ে যাওয়া হয়। প্রতি বিমানে একটি করে গোয়েন্দাদের দলও ছিল। আজ, মঙ্গলবার ধৃতদের পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Al-Qaeda Arrest Terrorism Nabanna NIA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE