ডেঙ্গিতে ধুঁকছেন রোগী। হু-হু করে প্লেটলেট নামছে। তার মধ্যেই চিকিৎসা না করে অন্য হাসপাতালে রোগীকে ‘রেফার’ করে দেওয়া হচ্ছে! সরকারি মেডিক্যাল কলেজের ব্লাডব্যাঙ্কে প্লেটলেট আনতে গেলে ৬ জনের রক্তের সঙ্গে নগদ ৩ হাজার টাকাও আদায় করা হয়েছে বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। শেষরক্ষা হয়নি তবু। শুক্রবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে মারা গিয়েছেন উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা ১ পঞ্চায়েতের দক্ষিণ কাউকেপাড়া গ্রামের লায়লা বিবি (৩২)।
শুক্রবারই প্রবল ডায়রিয়া আক্রান্ত মিখাইল মণ্ডলকে ছোট জাগুলিয়া থেকে কলকাতায় ‘রেফার’ করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। ন্যূনতম চিকিৎসা পরিষেবা কেন জেলাস্তরের হাসপাতালে থাকবে না, উঠেছিল সেই প্রশ্ন। এ বার তীব্র হল অভিযোগ।
রবিবার জ্বর আসে লায়লার। সোমবার বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা হয়। ডেঙ্গি মেলে ও প্লেটলেট কমেছে বলে রিপোর্টও আসে। বাড়ির লোকের অভিযোগ, বৃহস্পতিবার সকালে বারাসত হাসপাতালে নিয়ে গেলে রাতে আরজিকরে ‘রেফার’ করা হয়। আরজিকরে জানানো হয়, চিকিৎসক নেই। শেষে ন্যাশনালে নিয়ে গেলে রাতে সেখানেই মারা যান লায়লা। তাঁর প্রস্রাব থেকে রক্ত পড়ছিল বলে জানান স্বামী রেজাউল।
গ্রামের ছ’জন যুবক রক্ত দিতে গিয়েছিলেন চিত্তরঞ্জন হাসপাতালে। অভিযোগ, রক্ত নেওয়ার পরেও প্রত্যেকের থেকে ৫০০ টাকা করে নেয় ন্যাশনালের ব্লাডব্যাঙ্ক। ন্যাশনালের সুপার পীতবরণ চক্রবর্তী অবশ্য বলেন, ‘‘আমার কাছে এমন অভিযোগ কেউ করেননি।’’ স্বাস্থ্য দফতরের এক শীর্ষকর্তারও বক্তব্য, ‘‘ডেঙ্গি রোগীকে চিকিৎসা না করে রেফার করা বা প্লেটলেটের জন্য টাকা নেওয়ার খবর জানি না।’’
ডেঙ্গি ও জ্বরে লায়লা-সহ উত্তর ২৪ পরগনার মোট ৫ বাসিন্দার মৃত্যুর খবর এসেছে শুক্র ও শনিবার। দেগঙ্গার বাওয়াআটির আজমিরা বিবি বিশ্বনাথপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে (৩৬) মারা গিয়েছেন শুক্রবার। অশোকনগর থানার হাবরা ২ ব্লকের বাঁশপুল পঞ্চায়েতের হ্যাচারিপাড়ার বাসিন্দা সুজয় বিশ্বাস (১১) শুক্রবার রাতে আরজিকরে মারা গিয়েছে। বাদুড়িয়ার মাসিয়া গ্রামের পিঙ্কি বিবি (১৯) বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। বেলেঘাটা কানেক্টরের এক বেসরকারি হাসপাতালে আড়িয়াদহের বাসিন্দা বিশ্বজিৎ দেব (৪১)-এর মৃত্যু হয়েছে শনিবার দুপুরে। এ দিনই মৃত্যু হয় লেক থানার বাসিন্দা, সাড়ে তিন বছরের লহনা দেবনাথের। গত সোমবার স্কুল থেকে ফিরে তার চোখ জ্বালা করছিল। পরে ১০২-১০৩ জ্বর আসে। চিকিৎসক ৪৮ ঘণ্টা পরে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন। কিন্তু তারই মধ্যে অবস্থা খারাপ হওয়ায় শুক্রবার মাঝরাতে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।