আজ, মঙ্গলবার বিধানসভায় শপথ নেবেন সদ্য জিতে আসা চার নতুন বিধায়ক। রাজ্যপাল জগদীপ ধনখড়ের অনুমতিতে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার স্পিকার। বেলা সাড়ে ১১টা নাগাদ ওই অনুষ্ঠানটি রয়েছে। তার আগে বেলা ১১টা নাগাদ বিধানসভায় বিএ কমিটির বৈঠক রয়েছে। ফলে আজ নজর থাকবে ওই খবরগুলির দিকেও।
প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এখন সেই দফতর ফাঁকা। এ ছাড়া আরও কয়েকটি দফতরও মন্ত্রীবিহীন অবস্থায় রয়েছে। আজ সেই শূন্য দফতরগুলির মন্ত্রীদের নাম ঘোষণা হতে পারে। তার আগে অবশ্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। কারা কারা কোন দফতর পাবেন তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। বেলা ২টো নাগাদ হতে পারে ওই বৈঠক। আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকে।