Advertisement
০৪ মে ২০২৪
Teachers Recruitment Scam

টাকা দিয়ে চাকরি না পেয়ে কোর্টে প্রার্থী

উচ্চ প্রাথমিকে শিক্ষক পদের চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে দু’জন তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন। ইতিমধ্যে স্কুল নিয়োগ দুর্নীতি ফাঁস হওয়ায় তিনি ওই টাকা ফেরত চান।

Calcutta High Court

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ০৮:১৭
Share: Save:

টাকা দিয়ে স্কুলে চাকরি পাওয়ার কথা বারবার উঠে এসেছে কোর্টে।

নিয়োগ দুর্নীতিতে যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সিবিআই, ইডি ব্যবস্থা নিলেও যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা পাওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের কেন তদন্তের ঘেরাটোপে নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন বার বার তুলেছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, তাঁরাও তো অভিযুক্ত।

এ বার এমনই এক ‘অভিযুক্ত’ নদিয়ার হরিণঘাটার বাসিন্দা মহিদুল মণ্ডল নিজেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন। তাঁর অভিযোগ, উচ্চ প্রাথমিকে শিক্ষক পদের চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে দু’জন তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন। ইতিমধ্যে স্কুল নিয়োগ দুর্নীতি ফাঁস হওয়ায় তিনি ওই টাকা ফেরত চান। কিন্তু উল্টে তাঁকে হুমকি দেওয়া হয়। পুলিশে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি।

বৃহস্পতিবার মহিদুলের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি উত্থাপন করেন। আদালত মামলা দায়ের করার অনুমতি দেওয়ার পাশাপাশি ইডি এবং সিবিআইকে নোটিস দিতে বলেছে। আগামী সোমবার মামলার শুনানি হবে।

দুর্নীতি ফাঁস হওয়া ইস্তক চাকরির জন্য টাকা দেওয়া যুবক-যুবতীরা কেউ সামনে আসতে চাননি। তাঁদের বেশিরভাগ টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। সেখানে মহিদুল এগিয়ে এসেছেন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। মহিদুলের বক্তব্য, ‘‘যা বলার আমার আইনজীবী বলবেন।’’ সুদীপ্ত জানান, মহিদুল উচ্চ প্রাথমিক টেট পাশ করেছিলেন। কিন্তু নিয়োগ আটকে ছিল। ২০২০-২১ সালে তিনি জানতে পারেন, দুই ব্যক্তি টাকা নিয়ে চাকরি দিতে পারেন। তাঁদের মধ্যে এক জন নিজের টেট ফেল স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছেন বলেও অভিযোগ। সুদীপ্ত আরও জানান, এর পরে কয়েক দফায় মহিদুলের কাছ থেকে ছ’লক্ষ টাকার বেশি নেওয়া হয়। এর কিছু দিন পরেই স্কুল নিয়োগ দুর্নীতি ফাঁস হওয়ায় মহিদুল টাকা ফেরত আনতে যান। তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হয়। মহিদুল পুলিশে অভিযোগ জানান।

পুলিশ ব্যবস্থা নেয়নি। তবে, এর মধ্যে ওই দু’জন মহিদুলকে কিছু টাকা ফেরত দেন। অভিযোগ, তার পর থেকে পুলিশের কাছে করা অভিযোগ তুলে নেওয়ার জন্য মহিদুলকে চাপ দেওয়া হচ্ছিল। অভিযোগ প্রত্যাহার না করলে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে সুদীপ্ত জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teachers Recruitment Scam Calcutta High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE