মুম্বইয়ের বান্দ্রায় বেশ কয়েক জন বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করে রাখার ঘটনা প্রকাশ্যে আসে শুক্রবার। জানা গিয়েছে, আটকদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এক জন। ওই এলাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অধীনে। সেই খবর পেয়ে শনিবার তড়িঘড়ি মহারাষ্ট্রে দূত পাঠাচ্ছেন অভিষেক।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিককে উদ্ধার করতে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে নির্দেশ দেন অভিষেক। তড়িঘড়ি কাটা হয় বিমানের টিকিট। স্থানীয় নেতা পলাশ মণ্ডলকে মুম্বই পাঠাচ্ছে তৃণমূল। তাঁর সঙ্গে যাচ্ছেন আরও তিন জন। শনিবার সন্ধ্যা ৭টার বিমানে কলকাতা থেকে রওনা হচ্ছেন বিষ্ণুপুরের তৃণমূল নেতারা।
আরও পড়ুন:
-
পরিস্থিতি সাপেক্ষে তিন দিন এগিয়ে এল অভিষেকের ডাকা ভার্চুয়াল বৈঠক, কারণ নিয়ে নানা জল্পনা তৃণমূলের অন্দরে
-
রচনার আচরণ নিয়ে সেনাপতি অভিষেকের কাছে নালিশ তৃণমূল বিধায়কের! জবাবও দিলেন সাংসদের হুঁশিয়ারির
-
৪ হাজার নেতাকে নিয়ে ৮ অগস্ট বৈঠকে অভিষেক, এসআইআর নিয়ে সাংগঠনিক নির্দেশ? চর্চায় আছে বুথ স্তরের দলীয় কর্মসূচিও
এক দিকে আটক শ্রমিককে উদ্ধারের জন্য যেমন তৃণমূলের দল যাচ্ছে মুম্বই, তেমন স্থানীয় স্তরের নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে ওই শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাঁরা যাতে উৎকণ্ঠায় না থাকেন, সেই ভরসা দিতে হবে।
এর আগে যেখানে যেখানে পরিযায়ীরা আটক হয়েছেন, সেখান থেকে তাঁদের উদ্ধার করতে প্রশাসনিক স্তরে কথা বলেছিলেন শাসকদলের সাংসদেরা। কিন্তু এ বার অকুস্থলে দূত পাঠাচ্ছেন অভিষেক। গত কয়েক মাস ধরে আটক বাঙালি পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করতে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছিল নবান্ন এবং পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড। বীরভূমের এক দল পরিযায়ী শ্রমিকের জন্য গুজরাতের বডোদরা থানায় পৌঁছেছিলেন সেখানকার বাসিন্দা তথা বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিকের জন্য একেবারে বাংলা থেকেই নেতাদের পাঠাচ্ছেন অভিষেক।