নিজের সংসদীয় এলাকায় এ বার ‘সেবাশ্রয় ২’ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর জন্মদিন। ডায়মন্ড হারবারকে তারই উপহার দিলেন দ্বিতীয় দফার সেবাশ্রয় ক্যাম্প ঘোষণা করে। অভিষেক জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকে আবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের স্বাস্থ্যশিবির শুরু হবে। চলবে জানুয়ারি পর্যন্ত। এই শিবিরগুলিতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন মানুষ। ২০২৬ সালেই রাজ্যে বিধানসভা নির্বাচন। মনে করা হচ্ছে, ভোটের অঙ্ক মাথায় রেখেই অভিষেকের এই ঘোষণা।
ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্পে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
জন্মদিনের সকালে অভিষেক সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে আবার শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’। সাধারণ মানুষের সেবা এবং আর্ত-দুঃস্থ মানুষের আশ্রয়ের আদর্শকে পাথেয় করে দ্বিতীয় বার ‘সেবাশ্রয়’ ফিরছে।’’ এর আগে ডায়মন্ড হারবারে ২ জানুয়ারি থেকে ‘সেবাশ্রয়’ শুরু হয়েছিল। বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। চোখ, রক্তচাপ, সুগার থেকে ক্যানসার— বিভিন্ন ধরনের অসুস্থতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন মানুষ। ডায়মন্ড হারবার তো বটেই, রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও মানুষ এই সমস্ত শিবিরে এসেছিলেন। প্রথম বারের সেই সাফল্য উল্লেখ করে অভিষেক বলেন, ‘‘স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার সুনিশ্চিত করতে আমি ‘সেবাশ্রয়’-এর উদ্যোগ নিয়েছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নাগরিক-সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তঃস্থল থেকে খুশি। কথা দিয়েছিলাম, ‘সেবাশ্রয়’ ফিরবে।’’
আরও পড়ুন:
ডায়মন্ড হারবারে আগামী ১ ডিসেম্বর থেকে ‘সেবাশ্রয় ২’-এর শিবির শুরু হবে বলে জানিয়েছেন অভিষেক। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া, ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের সকল বিধানসভা এলাকায় চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবির খোলা থাকবে প্রতি দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
অভিষেকের দফতর থেকে ‘সেবাশ্রয় ২’-এর বিস্তারিত সূচি প্রকাশ করা হয়েছে। ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মহেশতলা, ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মেটিয়াবুরুজ, ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বজবজ, ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিষ্ণুপুর, ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সাতগাছিয়া, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ফলতা এবং ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে শিবিরের আয়োজন করা হয়েছে।