Advertisement
E-Paper

‘সেবাশ্রয়’-এর নৌকা ভাসল হীরকবন্দরের গঙ্গায়! দোতলা শিবিরে ফের মডেল ডায়মন্ড হারবার, পরিদর্শনে অভিষেক

ডায়মন্ড হারবারে প্রথম পর্বের ‘সেবাশ্রয়’-এর মডেল ক্যাম্পের পরিকাঠামো যে কোনও বেসরকারি হাসপাতালের সঙ্গে তুলনাযোগ্য ছিল। এই পর্বের ডায়মন্ড হারবার তাকেও ছাপিয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২০:২৪
Abhishek Banerjee visited the first two-storied Sebashray Model Camp in Diamond Harbour

মঙ্গলবার ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ ‘থিম’-এর নৌকা পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয়’কে ‘থিম’ করে নৌকা ভাসল ডায়মন্ড হারবারের গঙ্গায়। মঙ্গলবার তা নিজে পরিদর্শন করলেন তৃণমূল সাংসদ। তৃণমূল সূত্রে বলা হয়েছে, ‘সেবাশ্রয়’ এখন বহু মানুষেরই স্বাস্থ্যের সঙ্কট সমাধানের মাধ্যম। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন হীরকবন্দরে। সে কথা মাথায় রেখেই নৌকো ভাসানো হয়েছে। অস্থায়ী জেটিতে রয়েছে মাটির তৈরি মানুষের দঙ্গল। আর নৌকার উপর দাঁড় করানো রয়েছে অভিষেকের হাত নাড়ার একটি কাট আউট। শুধু নৌকা নয়। মডেল ক্যাম্পের দেওয়াল জুড়ে রয়েছে অভিষেকের পৃষ্ঠপোষকতায় গঠিত ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র লোগোও।

‘সেবাশ্রয়’-এর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ডিসেম্বরে। নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় এক এক করে সেই পর্ব সম্পন্ন করে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ডায়মন্ড হারবারে। এর আগে ছ’টি বিধানসভা এলাকাতেই গিয়েছিলেন অভিষেক। তবে ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্প কার্যত সেবাশ্রয়ের ‘মডেল’ হিসাবে আবির্ভূত হল। এই প্রথম দোতলা শিবির তৈরি হয়েছে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে। যা এর আগে কোথাও দেখা যায়নি। রয়েছে আইসিইউ পরিকাঠামোও। মঙ্গলবার আইসিইউ-তে তিন জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Abhishek Banerjee visited the first two-storied Sebashray Model Camp in Diamond Harbour

মঙ্গলবার ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ ক্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ম‌ঙ্গলবার অভিষেকের হাত দিয়েই বিশেষ ভাবে সক্ষম বহু ব্যক্তিকে ট্রাইসাইকেল দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে প্রথম পর্বের ‘সেবাশ্রয়’-এর মডেল ক্যাম্পের পরিকাঠামো যে কোনও বেসরকারি হাসপাতালের সঙ্গে তুলনাযোগ্য ছিল। এই পর্বের ডায়মন্ড হারবার তাকেও ছাপিয়ে গিয়েছে। ইতিমধ্যে ডায়মন্ড হারবার লোকসভার গণ্ডি থেকে সেবাশ্রয়কে বার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে পৌঁছে দিয়েছেন অভিষেক। গত বৃহস্পতিবার নন্দীগ্রাম ১ এবং ২ নম্বর ব্লকের মডেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছএন নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যেরা। সেদিনই ক্যাম্পগুলি পরিদর্শন করেছেন অভিষেক। যদিও সেবাশ্রয়ের বিপুল খরচের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। পাল্টা অভিষেক বলেছেন, আদালত, আয়কর বিভাগ বা অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসাব চাইলে তিনি দেবেন। কিন্তু বিরোধী দলনেতা হিসাব চাওয়ার কেউ নন।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় সফর করছেন অভিষেক। তার মধ্যেই সময় নির্দিষ্ট করে পৌঁছেছেন ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভাতেই। বুধবার ফের তিনি জেলা সফরে যাবেন। তাঁর কর্মসূচি রয়েছে পুরুলিয়ায়।

Abhishek Banerjee Sebashray
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy