যাচাই করে প্রকৃত দাবিদারদের আবাস যোজনা এবং ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর দেওয়া, একশো দিনের কাজ ফের শুরু করে দৈনিক চারশো টাকা মজুরি দেওয়া, ‘লক্ষ্মীর ভান্ডারে’ সহায়তার পরিমাণ বাড়িয়ে ২৫০০ টাকা করা-সহ একগুচ্ছ দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার বহরমপুরে জেলা পরিষদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। অধীরের নেতৃত্বে সেই সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে কংগ্রেসের অভিযোগ, এক মাস আগে জানানো সত্ত্বেও জেলা সভাধিপতি বা অন্য কোনও আধিকারিক ছিলেন না কংগ্রেসের দাবিপত্র নেওয়ার জন্য। সভা থেকে পুলিশ সম্পর্কে ‘কুকথা’র অভিযোগও উঠেছে অধীরের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে বহরমপুরের প্রাক্তন সাংসদ বলেছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে বরাদ্দ হওয়া ৩৪৭ কোটি টাকা মুর্শিদাবাদ জেলা পরিষদ যে খরচ করতে পারেনি, তার নেপথ্যে টেন্ডার কেলেঙ্কারি দায়ী কি না, জেলার মানুষ জানতে চান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)