বাংলায় বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। সব দলই সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে বঙ্গে কংগ্রেসের নির্বাচন কমিটি গড়ার বিষয়ে ভাবনা-চিন্তা করার জন্য রাহুল গান্ধীর কাছে অনুরোধ জানালেন দলের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। সংসদের অধিবেশন চলার ফাঁকে লোকসভার বিরোধী দলনেতা রাহুলের সঙ্গে দিল্লিতে দেখা করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের কথা হয়েছে। সূত্রের খবর, রাহুলকে অধীর জানিয়েছেন, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ফের মেরুকরণের পরিবেশ তীব্র করার লক্ষ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস অঙ্ক কষে এগোচ্ছে। জনস্বার্থের প্রশ্নে আন্দোলনে জোর দেওয়ার জন্য অধীরকে পরামর্শ দিয়েছেন রাহুল। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে রেয়াত করার কোনও প্রশ্ন নেই বলেও রাহুল মত দিয়েছেন। এই সূত্রেই ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রদেশ নির্বাচন কমিটি গঠন করে ফেলার কথা তুলেছিলেন অধীর। রাহুল বলেছেন, বিষয়টি নিয়ে তিনি এআইসিসি-র সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেসে সভাপতি বদলের পরে এখনও রাজ্যের কমিটি তৈরি হয়নি। ভোট কাছাকাছি চলে আসায় আপাতত নির্বাচন কমিটি গড়ে এগোনো উচিত, এমন মত রয়েছে বাংলার কংগ্রেস নেতৃত্বের একাংশের। তবে বিহার ও অসমে এআইসিসি নেতৃত্ব যত নজর দিচ্ছেন, বাংলার ক্ষেত্রে তাঁরা তেমন তৎপরতা দেখাবেন কি না, তা অবশ্য এখনও রাজ্য নেতাদের কাছে স্পষ্ট নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)