পঞ্চায়েত ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনা। গোসাবায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা। এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
মঙ্গলবার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় ৪৪ নম্বর বুথের তৃণমূল সহ-সভাপতি আলাউদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন বেরিয়ে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলেন। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে। গুলি চালানোর সময় গুলির আঘাতে জখম হয়েছেন এক অভিযুক্ত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং এক রাউন্ড গুলি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
পাশাপাশি, ওই এলাকায় মঙ্গলবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ প্রচুর তাজা বোমা উদ্ধার করেছে। রাতেও এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, সে সম্পর্কে তদন্ত করছে গোসাবা থানার পুলিশ। এই প্রসঙ্গে ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস বলেছেন, “ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।”