ছাত্রনেতা আনিস খান হত্যা ঘটনায় তিন দিনের মধ্যে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওই মৃত্যুর ঘটনায় ঠিক কী কী হয়েছে তার তিন দিনের মধ্যে দিতে হবে রাজ্যকে।
হাওড়ার আমতার ওই ঘটনার স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের জন্য শুনানির আবেদন সোমবার হাই কোর্ট গ্রহণ করেছে। মঙ্গলবার এ সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ জমা দিতে আবেদনকারী পক্ষকে নির্দেশ দিয়েছে বিচারপতি মান্থার বেঞ্চ। আগামী ২৪ ফেব্রুয়ারি হাই কোর্টে ওই আবেদনের শুনানি হবে।
আবেদনকারী আইনজীবী কৌস্তভ বাগচী বলেছেন, ‘‘আমি বিচারপতি মান্থার কাছে আবেদন জানিয়েছিলাম, এমন একটি বিষয়ে আদালত চুপ করে থাকতে পারে না। বিচারপতি স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আবেদনটি গ্রহণ করেছেন। রাজ্যের কাছে এ বিষয়ে জবাব চেয়েছেন।’’