Advertisement
০৫ মে ২০২৪
Public Interest Litigation

রেশনের জন্য মামলা

রেশন ব্যবস্থা সংক্রান্ত অভিযোগ জানানো ও তথ্য পাওয়ার জন্য একটি সুষ্ঠু হেল্পলাইন খোলার আর্জিও তাঁরা জানিয়েছেন জনস্বার্থ আবেদনে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ০২:৪৬
Share: Save:

রেশন বণ্টনের অব্যবস্থা কাটিয়ে বিপন্ন সব মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ডিওয়াইএফআইয়ের করা ওই মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, সরকারি ঘোষণা সত্ত্বেও প্রয়োজনের সময়ে রেশন থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। যাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই, তাঁরা সকলে এখনও অ্যাকনলেজমেন্ট স্লিপ পাননি। এঁদের সকলের জন্য রেশন দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে আবেদনে। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র ও রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার যে পরিমাণ চাল-ডাল দেওয়ার ঘোষণা করেছে, রেশনের মাধ্যমে তা একযোগে দেওয়া হোক। রেশন ব্যবস্থা সংক্রান্ত অভিযোগ জানানো ও তথ্য পাওয়ার জন্য একটি সুষ্ঠু হেল্পলাইন খোলার আর্জিও তাঁরা জানিয়েছেন জনস্বার্থ আবেদনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE