Advertisement
২৫ এপ্রিল ২০২৪
West bengal Assembly

বিধানসভা ২৭-২৮, আসবে কৃষি-প্রস্তাব

    বাম ও কংগ্রেসের অবশ্য দাবি, শুধু কৃষি আইনই নয়, আগেকার অধিবেশন থেকে আরও কিছু আলোচনার দাবি বকেয়া আছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ০৫:০৬
Share: Save:

কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে প্রস্তাব নিয়ে আলোচনা করতে বসছে রাজ্য বিধানসভা। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দু’দিনের এই অধিবেশনে এই প্রস্তাব ছাড়াও জিএসটি সংক্রান্ত একটি প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, কৃষি আইন সংক্রান্ত প্রস্তাবটি নিয়ে বাম ও কংগ্রেসের পরিষদীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে। দলবদলের আবহে এ বারের অধিবেশনে প্রয়োজনে বিধানসভায় শাসক দলের আস্থা প্রমাণের দাবি করেছে বাম ও কংগ্রেস। তা অবশ্য খারিজ করেই পরিষদীয় মন্ত্রী বলেন, ‘‘সমুদ্র থেকে এক ঘটি জল গেলে কি জল কমে যায়? এ সব অর্থহীন!’’

বাম ও কংগ্রেসের অবশ্য দাবি, শুধু কৃষি আইনই নয়, আগেকার অধিবেশন থেকে আরও কিছু আলোচনার দাবি বকেয়া আছে। তাই অধিবেশন হোক দু’সপ্তাহের। এই মর্মে দাবি জানিয়ে বিধানসভার স্পিকারকে চিঠিও দিচ্ছেন কংগ্রেস ও বামের পরিষদীয় নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ দিন দাবি করেছেন, কুড়মিদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার দাবিকে স্বীকৃতি দিয়ে বিধানসভায় প্রস্তাব আনা হোক। তার ভিত্তিতে কেন্দ্রের কাছেও দাবি জানানো যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West bengal Assembly Farm laws
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE