চলন্ত গাড়িতে আগুন লেগে চাঞ্চল্য বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে। আগুনের গ্রাস থেকে কোনও মতে রক্ষা পেয়েছেন চারচাকার যানের ছয় যাত্রী। তাঁরা সকলেই একই পরিবারের সদস্য। প্রত্যেকেই অল্পবিস্তর আহত হয়েছেন। আতঙ্কিত সকলেই।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় একটি চারচাকার গাড়ি করে যাচ্ছিলেন ছ’জন। বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের গোতান বাজারে হঠাৎই জ্বলে ওঠে গাড়িটি। চলন্ত অবস্থায় আগুন গ্রাস করে গোটা গাড়িটিকে। কোনও রকমে দরজা খুলে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন আরোহীরা। গাড়িটিতে শিশুও ছিল।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের খাগড়াগড়ের একটি পরিবার হুগলির সোয়ালু গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে গোতান বাজারে তাদের গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। গাড়িতে থাকা এক শিশু, তিন মহিলা এবং দুই পুরুষ তড়িঘড়ি নেমে পড়েছিলেন। কিন্তু গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। জুলু খান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা পুকুর থেকে বালতির পর বালতি জল এনে আগুন নেবানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তত ক্ষণে গোটা গাড়িটিকে গ্রাস করেছে আগুন। সৌভাগ্যক্রমে কারও বিপদ হয়নি।”
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বর্ধমান দক্ষিণ মহকুমার পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল বলেন, “গাড়িতে থাকা সকলেই সম্পূর্ণ সুস্থ। গাড়িটি খুব বেশি পুরনো নয় বলেই প্রাথমিক তদন্তে জানা গেছে। তার পরেও আগুন লাগার কারণ কী, তা অনুসন্ধান করা হচ্ছে। গাড়িটি সিএনজি গ্যাসে চলত বলে জানা গিয়েছে।’’