হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি স্কুল। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। পশ্চিম বর্ধমানের অণ্ডালের ঘটনা। ধসের কারণ হিসেবে অবৈধ কয়লা উত্তোলনকেই দায়ী করছেন স্থানীয়েরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ অণ্ডালের খাস কাজোড়ার আজির বাগান এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল ধসের শিকার হয়। আর তাতেই আতঙ্কগ্রস্ত স্থানীয়েরা। কারণ, সকালে ধসের ঘটনা ঘটলে বহু পড়ুয়া বিপদের মুখে পড়তে পারত। শুধু ওই স্কুলের বিস্তীর্ণ অংশ নয়, পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, জনবহুল এলাকায় এই রকম ধস নামতে পারে।
আরও পড়ুন:
ধসের জন্য অবশ্য অবৈধ কয়লা উত্তোলনকেই দায়ী করছেন স্থানীয়েরা। অভিযোগ, ইসিএল ও স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবেই এই দুর্ঘটনা। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ইসিএলের গাফিলতির জেরেই খনি এলাকায় এই ঘটনা ঘটছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, “ইসিএলের এক শ্রেণির অসাধু আধিকারিক ও অবৈধ কয়লা উত্তোলনকারী মাফিয়াদের জন্যই এই দুর্ঘটনা। এদের জন্যই স্থানীয় বাসিন্দারা মৃত্যুর মুখে পড়ছেন।”
ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ স্কুল সংলগ্ন ওই এলাকাকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে ঘিরে রেখেছে।