Advertisement
১১ মে ২০২৪
Potato

heavy rainfall: আলুর জমিতে জল, আশঙ্কায় কৃষকেরা

জেলার প্রায় ৭২ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। বেশির ভাগই জ্যোতি আলু। কালনা, মেমারির দুটি ব্লক, জামালপুরে জোরকদমে আলু চাষ শুরু করে দিয়েছেন চাষিরা।

বৃষ্টির মধ্যে চাষের কাজ কালনার জিউধারায়।

বৃষ্টির মধ্যে চাষের কাজ কালনার জিউধারায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
কালনা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ০৬:২০
Share: Save:

দিনভর নাগাড়ে বৃষ্টি। জেলার বহু নিচু এলাকার আলু জমিতে ইতিমধ্যেই জল জমে গিয়েছে বলে দাবি করেছেন চাষিরা। তাঁদের আশঙ্কা, সদ্য পোঁতা আলু বীজ পচে যাবে জমিতেই।

জেলার প্রায় ৭২ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। বেশির ভাগই জ্যোতি আলু। কালনা, মেমারির দুটি ব্লক, জামালপুরে জোরকদমে আলু চাষ শুরু করে দিয়েছেন চাষিরা। জেলা জুড়ে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আলু বোনা হয়ে গিয়েছে বলেও জানান কর্তারা। তবে জাওয়াদ নিয়ে ক্রমাগত সচেতনতা প্রচারে এই ক’দিন আলু পাতার কাজ বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন কৃষিকর্তারা। কার্যক্ষেত্রে অবশ্য অনেক চাষিই তা বন্ধ করেননি।

কালনা ২ ব্লকের বাজিতপুর গ্রামের আলু চাষি সাদ্দাম হক বলেন, ‘‘চার বিঘা জমির মধ্যে দু’বিঘা জমিতে আলু পাতার কাজ শেষ হয়ে গিয়েছে। শনিবারও জমিতে আলু পাতার কাজ হয়েছে। তবে যা পরিস্থিতি জমিতে জল জমে আলু বীজ পচে নষ্ট হয়ে যাবে।’’ কিন্তু দুর্যোগে পূর্বাভাস সত্ত্বেও আলু বুনলেন কেন? সাদ্দামের দাবি, ‘‘সার দিয়ে জমি তৈরির করা হয়ে গিয়েছিল। বীজ কাটা হয়েছিল। বাড়িতে বীজ রেখে দিলে নষ্ট হয়ে যেত। তাই অপেক্ষা করতে পারিনি।’’ কালনা ১ ব্লকের শিকারপুরের চাষি খোকন মল্লিকেরও বক্তব্য, ‘‘রবিবার সকালটা দেখে ভেবেছিলাম, রেহাই পেলাম। কিন্তু যা বৃষ্টি, শুধু আলু নয়, ধানেও ক্ষতি হয়ে যাবে।’’ চাষিদের দাবি, এ বার বৃষ্টির জেরে মাঠ থেকে ধান তোলার কাজ শুরু হতে দেরি হয়েছে। ফলে আলু চাষও পিছিয়ে গিয়েছে। এখন ফের দুর্যোগের জেরে জমিতে জল জমতে শুরু করেছে। এতে আলু চাষ আরও পিছিয়ে যাবে, আশঙ্কা তাঁদের। মেমারি ২ ব্লকের আলু চাষি পলাশ সাহা বলেন, ‘‘যে সমস্ত জমিতে আলু বীজ পচে নষ্ট হয়ে যাবে, তাঁদের ফের জমি তৈরি করে চাষ শুরু করতে হবে। সব মিলিয়ে আলু চাষ প্রায় মাসখানেক পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’’

জেলার এক সহ কৃষি অধিকর্তা পার্থ ঘোষের পরামর্শ, ‘‘এই পরস্থিতিতে ঘন ঘন জমি পরিদর্শন করতে হবে চাষিদের। জমিতে জমা জল কতটা বার করে দেওয়া যাচ্ছে, তার উপরে ক্ষয়ক্ষতি নির্ভর করবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Potato Farmer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE