জেলার নির্দেশ মতো অফিসে এসেছিলেন স্কুল পরিদর্শক (প্রাথমিক, বুদবুদ চক্র)। কিন্তু শনিবার এসে দেখলেন অফিসে তালা। যাঁর কাছে চাবি থাকে, সেই কর্মী জানালেন, তাঁর বাড়ি গিয়ে চাবি আনতে হবে!— পূর্ব বর্ধমান জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) শনি ও রবিবার অফিস খোলা রাখতে বললেও শনিবার এই দৃশ্যই দেখা গিয়েছে বুদবুদের ওই অফিসে। দেখা মেলেনি কর্মীদের, জানান স্কুল পরিদর্শকই।
গত ২৪ জানুয়ারি জেলা স্কুল পরিদর্শকের (প্রাথমিক) দফতর থেকে জানানো হয়, প্রাথমিক শিক্ষকদের নতুন বেতনক্রম ‘রোপা ২০১৯’ কার্যকর করার জন্য এই দু’দিন জেলার সব স্কুল পরিদর্শকের অফিস খোলা রাখতে হবে।
বুদবুদ চক্র সূত্রে জানা যায়, নির্দেশ মতো এ দিন অফিসে এসেছিলেন এই চক্রের স্কুল পরিদর্শক জয়ন্ত বর্মন। সঙ্গে ছিলেন এক শিক্ষকও। এ ছাড়া, দিনভর প্রায় ১৫ জন শিক্ষক আসেন। বিকেল পর্যন্ত অফিস খোলার অপেক্ষা করেন জয়ন্তবাবু। কিন্তু কর্মীরা না থাকায় তালাবন্ধই ছিল তাঁর দফতর। শেষমেশ ফিরে যান তিনি। জয়ন্তবাবুর কথায়, ‘‘যাঁর কাছে চাবি থাকে, তাঁকে ফোন করলে তিনি জানান, বাড়ি গিয়ে চাবি আনতে হবে।’’ এই পরিস্থিতিতে কাজ না হওয়ায় দীর্ঘ অপেক্ষার পরে, ফিরে যান শিক্ষকেরাও।