প্রত্যাশা মতোই তৃতীয় বার রাজ্যের মন্ত্রী হচ্ছেন আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। যে শহর থেকে তাঁর রাজনৈতিক জীবন শুরু, সেই আসানসোলে এ খবর আসতেই খুশির হাওয়া বইছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ, ১০মে, মলয়বাবুর রাজভবনে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা। পাশাপাশি, মলয়বাবু ফের মন্ত্রী হচ্ছেন জেনে নানা ক্ষেত্রের সঙ্গে যুক্ত নাগরিকেরা বিভিন্ন দাবিও জানাতে শুরু করেছেন। মলয়বাবুর প্রতিক্রিয়া, ‘‘দিদি আমার উপরে ভরসা করেছেন এ বারও। জেলা এবং রাজ্যের সেবা করব সাধ্য মতো।’’
বর্তমানে আপকার গার্ডেনের বাসিন্দা মলয়বাবুর কর্মস্থল আসানসোল জেলা আদালত। সেখানকার সরকারি আইনজীবী স্বরাজ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘উনি মন্ত্রী থাকাকালীন জেলা আদালত, সিবিআই, ক্রেতা সুরক্ষা আদালত হয়েছে আসানসোলে। এই উন্নয়নের ধারা এ বারেও বজায় থাকবে বলেই মনে করি।’’ একই কথা জানান ওই আদালতেরই আইনজীবী তাপস উকিল। এ দিকে, ‘আসানসোল ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন’-এর সভাপতি মহম্মদ ইলিয়াস বলেন, ‘‘আসানসোলের প্রচুর উন্নতি করেছেন মলয়বাবু। কিন্তু বাজার এলাকার আধুনিক পরিকাঠামো যাতে তৈরি হয়, সে জন্য তাঁর কাছে আবেদন জানাচ্ছি।’’
আসানসোল জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান মলয়বাবু। সেই প্রসঙ্গ তুলে হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানান, হাসপাতালে ট্রমা সেন্টারটি এ বার পুরো মাত্রায় চালু হবে, এই আশা করছেন তিনি। পাশাপাশি, কোর্ট বাজার-সহ এসবি গড়াই রোডের বিস্তীর্ণ এলাকায় রাস্তা ‘দখল’ এবং যানজট সমস্যার সমাধান করবেন মলয়বাবু, আশা স্থানীয় বাসিন্দা প্রদীপ্ত গোস্বামীর।