Advertisement
২৫ এপ্রিল ২০২৪
BURDWAN

রাজ্যে লোকাল ট্রেন চালু হলেও ব্রাত্য কয়েকটি লাইন, বাড়ছে ক্ষোভ

বর্ধমান-কাটোয়া  রেলপথে ৪টি লোকাল চললেও বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান-আসানসোল লাইনে কোনও লোকাল ট্রেন চালুর কথা জানানো হয়নি। এতেই ক্ষোভ বেড়েছে এলাকার বাসিন্দাদের।

অপেক্ষা কবে চালু হবে ট্রেন। নিজস্ব চিত্র।

অপেক্ষা কবে চালু হবে ট্রেন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৪:৪১
Share: Save:

শিয়ালদহ, হাওড়ার বিভিন্ন শাখায় লোকাল ট্রেন চলবে বুধবার থেকে। তবে চালু হচ্ছে না বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান-আসানসোল লাইনে। ফলে ক্ষোভে প্রকাশ করছেন এই সব এলাকার মানুষেরা। এলাকার জনপ্রতিনিধিরাও এই লাইনগুলিতে লোকালের দাবিতে সরব হয়েছেন।

সামাজিক দূরত্ব, করোনা বিধি মেনেই ট্রেন চলবে বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড শাখায়। এই লাইনে আপাতত ৪৮টি লোকাল ট্রেন চালুর কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বর্ধমান-কাটোয়া রেলপথে ৪টি লোকাল চললেও বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান-আসানসোল লাইনে কোনও লোকাল ট্রেন চালুর কথা জানানো হয়নি। এতেই ক্ষোভ বেড়েছে এলাকার বাসিন্দাদের।

বর্ধমান-রামপুরহাট রেল শাখায় প্রতিদিন ১০ জোড়া লোকাল ট্রেন চলত। এই রেলপথকে পূর্ব বর্ধমানের একাংশ ও বীরভূম জেলার লাইফ লাইন বলা চলে। অথচ প্রথম পর্যায়ে এই রেলপথে একটিও লোকাল ট্রেন চালু হবে না। আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার বলেন, ‘‘লোকাল ট্রেন চালু তো করতেই হবে। না হলে মানুষজন বড় সমস্যায় পড়বেন।’’ গুসকরা-সহ গোটা এলাকার নিত্যযাত্রীদের দাবি, দ্রুত বর্ধমান-রামপুরহাট লাইনে ট্রেন চালু করা হোক। একই দাবি করেছেন, গলসির বিধায়ক অলোক মাঝি। তিনি বলেন, ‘‘বর্ধমান-আসানসোল একটি গুরুত্বপূর্ণ রেলপথ। এখানে কেন লোকাল ট্রেন চালু করার বিষয়ে রেল নীরব তা বোঝা যাচ্ছে না।’’

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, ‘‘এই লাইনগুলিতে ট্রেন চালানো নিয়ে এখনও তাঁর কাছে কোনও খবর নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BURDWAN Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE