বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ধৃত যুবকের। বিয়ের প্রতিশ্রতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাসও করেছিলেন তিনি। পরে যুবক বিয়ে করতে অস্বীকার করায় তরুণী আদালতের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় দেওয়ানদিঘি থানা এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক এবং অভিযোগকারিণী, দু’জনেই দেওয়ানদিঘি থানা এলাকার বাসিন্দা। ২০২২ সালে গ্রামে গাজন উৎসবের সময় তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অভিযুক্ত। ক্রমে দু’জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় তরুণী একাদশ শ্রেণিতে পড়তেন। টিউশন পড়তে যাওয়ার পথেও তাঁর সঙ্গে নিয়মিত দেখা করতেন ওই যুবক। এর পর ২০২৩ সালের ২৮ মে পুজো উপলক্ষে তরুণী তাঁর মামার বাড়ি গেলে তাঁর ‘প্রেমিক’ও সেখানে যান। অভিযোগ, ওই দিন সন্ধ্যায় তরুণীকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। পরেও একাধিক বার অভিযুক্ত একই অজুহাতে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ।
তবে সম্প্রতি তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক। এর পরেই বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন তরুণী। আদালতের নির্দেশে মামলার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বর্ধমান মহিলা থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তও দেওয়ানদিঘি থানা এলাকার বাসিন্দা। ধৃতকে রবিবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়েছে। আপাতত ৫ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকবেন তিনি।