বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রিঙ্কি খাতুন এবং মিনিরা বিবি নামের দু’জন মহিলাকে। ধৃতাদের বাড়ি বর্ধমানের কেষ্টপুর এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজের বহির্বিভাগ থেকে শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ১৮ দিনের একটি শিশুকে চুরি করে পালানোর অভিযোগ উঠে অজ্ঞাতপরিচয়ের এক মহিলার বিরুদ্ধে। সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচার হতেই সক্রিয় হন স্থানীয় বাসিন্দা-সহ পুলিশ প্রশাসন।
ঘটনাচক্রে, মেয়ে রিঙ্কি খাতুন তাঁর মা মিনিরা বিবিকে নিয়ে বর্ধমানের খাগড়াগড়ের উত্তরপাড়ায় বেশ কয়েকমাস ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। শিশুচুরির ঘটনার দিনই বিকাল ৫টা নাগাদ একটি শিশুকে ঘরে নিয়ে আসতে দেখে ধৃতাদের প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা কয়েকজন মিলে সেই শিশুটির বিষয়ে খোঁজ নিতে তাঁদের বাড়িতে হাজির হন। তাঁদের দলেই ছিলেন নাজমা খাতুন নামে বর্ধমান মেডিক্যাল কলেজের নার্সিং বিভাগের এক পড়ুয়া। সদ্যোজাত শিশুটির আকার দেখে সন্দেহ হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁরা বর্ধমান থানায় খবর দেন। পুলিশ এসে পরে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করে।
ধৃতাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, পুলিশি জেরার মুখে পড়ে শিশু চুরি করার ঘটনা স্বীকার করে নেন তাঁরা। চুরি যাওয়া শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজে প্রসূতি বিভাগে ভর্তি করা হয়।
ধৃত দুই মহিলাকে বুধবার আদালতে হাজির করানো হবে বলে জানায় বর্ধমান থানার পুলিশ।